প্রচ্ছদ / খবর / কাদের মোল্লার ফাসির দাবীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

কাদের মোল্লার ফাসির দাবীতে যুবলীগের বিক্ষোভ মিছিল

৭১এর মানবতা বিরোধী যুদ্বাপরাধী কাদের মোল্লার ফাসির দাবীতে যুবলীগ বুধবার বিকাল ৩টায় নাগের বাজার থেকে  একটি  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে  রেল রোড দলীয় কার্যালয়ে এক সমাবশের আয়োজন করে।

যুবলীগ নেতা শেখ ইদ্রীস আলীর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা বাবু অম্ভরিশ রায়, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শেখ সহ আওমি নেতারা।

সমাবেশে বক্তারা ৭১এর মানবতা বিরোধী যুদ্বাপরাধী কাদের মোল্লার ফাঁসীর দাবী জানান এবং  সাড়াদেশে জামাত শিবিরের  নৈরাজ্য সৃষ্টি নিরিহ মানুষকে হত্যা সহ ইস্যু বিহিন হরতালের প্রতিবাদ জানান।

About ইনফো ডেস্ক

Exit mobile version