প্রচ্ছদ / খবর / অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার

মঙ্গলবার বিকেল ৪টার দিকে  অঞ্জাত এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানাপুলিশ।

মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামের কবির শিকদারের বাড়ির সামনের ডোবার কাদামাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল ওই গৃহিনীর মৃতদেহ।

হতভাগ্য ওই তরুণীর গায়ের রং ফর্সা। বয়স প্রায় ৩০ বছর। তার পরনে ছিল কালো রংয়ের এ্যাব্রোডারী করা থ্রিপিছ। ডোবা তেকে একটি ভ্যানিটি ব্যাগটিও  পাওয়া গেছে। ব্যাগটি ছিল মাটির মধ্যে ঢুকানো।

তার ডান কান আংশিক ছেড়া রয়েছে এবং নাকফুলের পাচতা নাকের সাথেই দেখা গেছে। তরুনী ওই গৃহবধূকে ২/৩দিন পূর্বে পরিকল্পিতভাবে হত্যা করে কাদামাটির মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে বলে ধারনা করছে মোড়েলগঞ্জ পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত খুন হওয়া ওই গৃহিনীর পরিচয় জানাতে পারেনি থানা পুলিশ।

About ইনফো ডেস্ক

Exit mobile version