প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ইসলামী ব্যাংকের প্রীতিমিলনী অনুষ্ঠিত

বাগেরহাটে ইসলামী ব্যাংকের প্রীতিমিলনী অনুষ্ঠিত

Bagerhat-Pic-01(06-09-14)“আদর্শ গ্রাম বাংলাদেশের প্রান, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে ইসলামী ব্যাংকের উদ্যেগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইসলামী ব্যাংকের বাগেরহাট শাখার নিজস্ব মিলানায়তনে এভিপি ও বাগেরহাট শাখা প্রধান মোঃ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রীতিমিলনী অনুষ্ঠানে প্রধা অতিথি ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোন প্রধান আবু নাসের মোঃ নাজমুল বারী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, পল্লী উন্নয়ন প্রকল্পের ( আরডিএস) খুলনা জোন অফিসার মোঃ আনিছুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জোনের সিনিয়র অফিসার বেলাল হোসাইন, বাগেরহাট শাখার ২য় কর্মকর্তা সৈয়দ আব্দুল মোহাইমিন, প্রকল্প কর্মকর্তা মোঃ হারুন- অর-রশিদ, বিনিয়োগ কর্মকর্তা কবির শিকদার, কেন্দ্র প্রধানদের মধ্যথেকে সম্পা সাহা, ফাতেমা আহম্মেদ, মুর্শিদা বেগম, নাসিমা বেগম, অর্চনা রানী, গৌরি রানী প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র দুর করা সম্ভব। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, বিনা মূল্যে ফলের চারা বিতরণ, অসহায় ব্যাক্তিদের চিকিৎসার অর্থ প্রদান, ইফতার সামগ্রী বিতরণ, গভির নলকুপ স্থাপন, বৃত্তিমূলক প্রশিক্ষনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ইসলামী ব্যাংক মানুষের পাশে এসে দাড়িয়ে সেবা প্রদান করে যাচ্ছে। ভবিশ্যতে সেবার মান আরো বাড়ানো হবে।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শ্রেষ্ঠ কেন্দ্র প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

০৬ সেপ্টেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসএম আর/আই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version