প্রচ্ছদ / খবর / বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়ন কাজে এমপির অনুদান

বাগেরহাট প্রেসক্লাবের উন্নয়ন কাজে এমপির অনুদান

Bagerhat-Pic-01(11-11-2014)বাগেরহাট প্রেসক্লাবে সম্প্রসারিত ভবনের নির্মান কাজের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।

মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে ক্লাবের সভাপতি ও সম্পাদকের হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি।

প্রেসক্লাবের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সাহা, ক্লাবের সাবেক সভাপতি এবিএম মোশারফ হোসাইন, মোঃ মোজাফফর হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আহসানুল করিম, মীর জুলফিকার আলী লুলু, সাবেক সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বাচ্চু, আহাদ উদ্দিন হায়দার, আলী আকবর টুটুল, নির্বাহী কমিটির সদস্য মাহফিজুর রহমান মাফুজ, মোল্লা মাসুদুল হক প্রমুখ।

প্রধান অতিথি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাগেরহাটে সংবাদ কর্মীরা অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এ ধারা অব্যহত রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান।

১১ নভেম্বর ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এস/আই হক-এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version