প্রচ্ছদ / খবর / বাগেরহাটের নতুন ডিসি উপসচিব জাহাঙ্গীর আলম

বাগেরহাটের নতুন ডিসি উপসচিব জাহাঙ্গীর আলম

Bagerhat-District-Map-Bangladeshবাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসাবে ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক একটি আদেশ জারি করেছে।

এর আগে বাগেরহাটের ডিসি মো. শুকুর আলীকে প্রত্যাহার করে পরিবেশ ও বন মন্ত্রণালয়রে উপ-সচিব পদে নতুনভাবে পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে বাগেরহাট ছাড়াও দেশের আরো ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

এর মধ্যে রাঙ্গামাটির ডিসি মো. মোস্তফা কামালকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মো. শামসুল আরেফীনকে রাঙ্গামাটির ডিসি, অর্থ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মিজানুল হক চৌধুরীকে বান্দরবানের ডিসি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রহিমকে জয়পুরহাটের ডিসি এবং ঢাকার দিয়ারা সেটেলমেন্ট অফিসার মুহম্মদ ওয়াহিদুজ্জামানকে খাগড়াছড়ির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

** বাগেরহাটের ডিসি প্রত্যাহার

০৭ ডিসেম্বর ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version