প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বনফুলকে জরিমানা

বাগেরহাটে বনফুলকে জরিমানা

বাগেরহাটে বনফুল নামে একটি প্রসিদ্ধ খাবারের দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Bagerhat-Pic-1(12-01-2015)সোমবার দুপুরে বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ চন্দ্র দে’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের রেলরোডে অবস্থিত প্রতিষ্ঠানটির একটি বিক্রয় কেন্দ্রে অভিযান চালায়।

এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার দায়ে প্রতিষ্ঠাটিকে ১৫ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়া বনফুল কর্তৃপক্ষকে দোকানে বিক্রির জন্য রাখা সব ধরনের খাবারের মূল্য তালিকা দোকোনের সামনে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেয়।

পরে মেয়াদ উত্তীর্ণ ওই খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ চন্দ্র দে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বনফুল নামের দোকানটিতে মেয়াদ উর্ত্তীর্ণ বিস্কুট, চানাচুর, কেক ও আইসক্রিম পাওয়া গেছে। মেয়াদ উর্ত্তীর্ণ খাদ্য সামগ্রী রাখার জন্য ভোক্তা সংরক্ষণ আইনে দোকান মালিক অমল কুমার সাহাকে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

সেই সঙ্গে বনফুল কর্তৃপক্ষকে দোকানে বিক্রির জন্য রাখা সব ধরনের খাবারের মূল্য তালিকা দোকোনে টাঙ্গিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

১২ জানুয়ারি ২০১৫ :: অলীপ ঘটক, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version