
বাগেরহাটের মোরেলগঞ্জে জাল টাকাসহ বশির হাওলাদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলা সদরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসম তার কাছ থেকে ২৮টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
বাশির হাওলাদার পিরজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশুরবুনিয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বশির ৫০হাজার টাকার জাল নোট নিয়ে হরিণের চামড়া কেনার জন্য হোটেল হালিম এ অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশী করে একটি সিগারেটের প্যাকেট রাখা ২৮টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
এ বিষয়ে বুধবার (১ জুলাই) সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত বশির হাওলাদারকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বশির হাওলাদার জাল টাকা ও মাদকের একজন পেশাদার ব্যবসায়ী। ভান্ডারিয়ায় সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।