প্রচ্ছদ / খবর / বাগেরহাটে যুবলীগ নেতা খুনের ঘটনায় মামলা

বাগেরহাটে যুবলীগ নেতা খুনের ঘটনায় মামলা

বাগেরহাটে যুবলীগ নেতা সোহাগ শেখ খুনের ঘটনায় দলের ১০ নেতাকর্মীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোহাগের বাবা আব্দুল হাকিম শেখ বাদি হয়ে বাগেরহাট মডেল থানায় এ মামলা দায়ের করেন।

বাগেরহাট মডেল থানার ওসি তোজাম্মেল হক জানান, মামলায় যুবলীগ নেতা শাওনসহ একই দলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালাছে।

এদিকে শুক্রবার বিকালে আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

বুধবার রাতে শহরের বাসাবাটি সার্বজনীন পূজা মন্দির এলাকায় ৮নং ওয়ার্ড পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখকে ছুরিকাঘাতে খুন হন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কোনো আসামিকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি।

০৪ সেপ্টেম্বর :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version