প্রচ্ছদ / খবর / বিসিকে মিল ভেঙে ২৫ লাখ টাকার ডাল লুট

বিসিকে মিল ভেঙে ২৫ লাখ টাকার ডাল লুট

Bagerhat-Pic- 01(15-01-2015)Shokti-Dal-Milবাগেরহাট বিসিক শিল্প নগরী এলাকা থেকে ট্রাকযোগে একটি মিলের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মশুরের ডাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে বিসিকের মেসার্স শক্তি ডাল মিলে হানা দেয় দুর্বৃত্তরা। তারা মিলের গোডাউনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুই শ্রমিককে বেঁধে রেখে ডাল লুট করে নিয়ে যায়।

সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাতে মিলে থাকা তিন শ্রমিক মুকুল মন্ডল (২৫), তাপস মন্ডল( ৩৭), উত্তম কুমার পালকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মেসার্স শক্তি ডাল মিলের মালিক স্বপন কুমার বসু বাগেরহাট ইনফো ডটকমকে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মিলের গোডাওনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। এসময় গোডাওনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিককে বেঁধে রেখে ৪০৩টি ২৫ কেজি ও ১৪৯টি ৫০ কেটি ওজনের মশুরের ডালের বস্তা ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

লুট হওয়া ডালের অনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানান তিনি।

দুর্বৃত্তরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন থাকতে পারে বলে জানিয়েছেন মিলে থাকা শ্রমিকরা।

লুট হওয়া ডালের অনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। দুর্বৃত্তরা সংখ্যায় ১২ থেকে ১৪ জন হতে পারে বলে তার ধারণা।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খাঁন বাগেরহাট ইনফো ডটকমকে  জানান, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি রহস্যজনক।

১৪ জানুয়ারি :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version