প্রচ্ছদ / খবর / সাংবাদিক মুন্নার মায়ের ইন্তেকাল

সাংবাদিক মুন্নার মায়ের ইন্তেকাল

Shokeবাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর খুলনা ব্যুরো কার্যালয়ের স্টাফ করেসপ‌ন্ডেন্ট মাহবুবুর রহমান মুন্নার মা নূরজাহান বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের নিজ বা‌ড়ি‌তে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তি‌নি। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছি‌লো ৬৫ বছর।

তি‌নি স্বামী, ২ ছে‌লে, ২ মে‌য়ে, আত্বীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্প‌তিবার (১৭ মার্চ) বেলা ১১টায় মো‌রেলগঞ্জ উপ‌জেলার উত্তর কুমা‌রিয়া জোলা গ্রা‌মের পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তাকে দাফন দাফন সম্পন্ন হয়েছে।

এর অা‌গে সকাল সা‌ড়ে ১০টায় উত্তর কুমা‌রিয়া জোলা গ্রা‌মের খানবা‌ড়ি জা‌মে মস‌জি‌দ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনু‌ষ্ঠিত হয়।

১৭ মার্চ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এস/আইএইচ/এনআরএ/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version