প্রচ্ছদ / খবর / বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৮

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Atok-Imajeবাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত কর্মী, সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আমামীসহ ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেলো ২৪ ঘন্টায় বাগেরহাটের ৯ উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তবে এসময় কোন আগ্নেয়াস্ত্র বা বিষ্ফোরক দ্রব্য উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বাগেরহাট মডেল (সদর) থানায় ১২ জন, ফকিরহাটে ৫, মোল্লাহাটে ৫, চিতলমারীতে ৪, কচুয়ায় ২, মোরেলগঞ্জে ১২, শরণখোলায় ৬, মংলায় ২ এবং রামপালে ১০ জন।

শনিবার (১১ জুন) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দেহভাজন দুই জামায়াত কর্মী, বিভিন্ন মামলার ৪জন সাজাপ্রাপ্ত এবং জিআর-সিআর মামলার আসামীসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের প্রথম দিনে শুক্রবার বাগেরহাটে ৭২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই নিয়ে গেলো ৪৮ ঘন্টার পুলিশের বিশেষ অভিযানে বাগেরহাটে ১৩০ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

এজি/এসআই/বিআই/১১ জুন, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version