প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / বাগেরহাটের কচুয়ায় মন্দিরের ভাঙচুর

বাগেরহাটের কচুয়ায় মন্দিরের ভাঙচুর

বাগেরহাটের কচুয়ায় দুর্বৃত্তরা একটি দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর ও মন্দিরে অগ্নিসংযোগ করেছে।

বুধবার ভোরে বাগেরহাটের কচুয়া উপজেলার উত্তর গোপালপুরের ‘দক্ষিণ সার্বজনীন দুর্গা মন্দির’ ভাঙচুর ও অগ্নিসংযোগ এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তাৎক্ষণিকভাবে মন্দির সংস্কারের জন্য ৪ বান্ডিল ঢেউটিনের অর্থ বরাদ্ধ করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস আমাদেরকে জানান, কচুয়া উপজেলার উত্তর গোপালপুরের “দক্ষিণ সার্বজনীন দুর্গা মন্দির” অরক্ষিত ছিল। রাতের আধারে কে বা কারা প্রথমে ৩টি প্রতিমা ভাঙচুর করেছে। পরে তারা মন্দিরের বেড়ায় আগুন ধরিয়ে দেয়।

এলাকাবাসী টের পেয়ে নিজেরাই আগুন নেভায়। দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ নিয়ে চলতি মাসে বাগেরহাটে ৫ টি মন্দিরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

About ইনফো ডেস্ক

Exit mobile version