প্রচ্ছদ / খবর / বাগেরহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর, আহত ২

বাগেরহাটে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর, আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

Bagerhat-mapপূর্ববিরোধের জেরে বাগেরহাটে ছলেমান হালদার (৭২) নামে এক মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে তার ভাতিজা।

সোমবার (১২ জুলাই) রাতে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ছলেমান হালদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এসময় ছলেমানের ছেলে লোকমান হালদার (৪৫) ও তার ভাতিজা আলী হালদার (৫০)। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছলেমান হালদার গোটাপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে দেপাড়া গ্রামে তার বাড়িতে তার ভাতিজা মহসিন হালদার সাত-আটজন সহযোগীসহ ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

“তাদের ঠেকাতে গেলে আমার ছেলে লোকমান ও ভাতিজা আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে।”

ছলেমান হালদার বলেন, হামলাকারী মহসিন স্থানীয় মাদকাসক্তদের সাথে মিশে নেশায় আসক্ত হয়ে পড়েন।

“আমি তাকে ওই বন্ধুদের সঙ্গ ত্যাগ করতে বলায় সে আমার ওপর ক্ষুব্ধ হয়। সেই রাগের জের ধরে ভাতিজা এই হামলা চালিয়েছে।”

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান বলেন, পূর্ব বিরোধের জেরে হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।

এজি/এসআই/বিআই/১২ জুলাই ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version