স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল সুমনকে তার পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার দায়ে সোমবার (৮ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগ তাকে বহিস্কার করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন এবং সাধারণ সম্পাদক নাহিয়ান আল-সুলতান ওশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
সাময়িক বহিস্কৃত আব্দুল্লাহ আল সুমন এর আগে মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
এর প্রেক্ষিতে জেলা ছাত্রলীগ কর্তৃক গঠিত তদন্তকারী টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও আশপাশের স্থানীয় লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা প্রমান পায়। তদন্ত দলের প্রতিবেদনের প্রেক্ষিতে আব্দুল্লাহ আল সুমনকে বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এসআইএইচ/বিআই/০৮ আগস্ট, ২০১৬