প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শহরে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আগামী ২৯ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগদান, সংবিধানে আল্লাহর প্রতি পূর্নআস্তা ও বিশ্বাস পূনস্থাপন, নাস্তিক মুরতাদদের শাস্তির আইনপাশ, নিরদলীয় নিরেপক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সুশাসন, ন্যায় বিচার, সন্ত্রাস দুর্নীতির মূলৎপাটন ও ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাগেরহাটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে শহরের বাসস্টান্ড দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে ভিআইপি মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শালতলা মোড়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, এ্যাড. আব্দুল মান্নান লিহাজী, মাওঃ শাহাজালাল সিরাজী, মাওঃ ফারুক হুসাইন, মাহফুজুর রহমান, মোঃ সাফায়াত হোসেন, মোঃ আল আমিন,মামুনুর রশিদ আনিছুর রহমান, ইব্রাহিম হাসান প্রমুখ।

About ইনফো ডেস্ক

Exit mobile version