প্রচ্ছদ / আরও... / বাগেরহাটে সাংবাদিকের মায়ের মৃত্যু

বাগেরহাটে সাংবাদিকের মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

shokসময় টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের মা হা‌জেরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৮টার দি‌কে বাগেরহাটের শরণ‌খোলা উপজেলার খুড়িয়াখা‌লী গ্রামের নিজ বাড়ি‌তে শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭০ বছর।

মৃত্যুকা‌লে তি‌নি স্বামী, তিন ছে‌লে‌, ছয় মে‌য়েসহ অসংখ্য গুনগ্রা‌হী রে‌খে গে‌ছেন।‌

শুক্রবার বাদজুমা খুড়িয়াখা‌লী জা‌মে মস‌জিদ প্রাঙ্গন‌ে নামাজের জানাজা শেষে পারিবা‌রিক কবর স্থা‌নে তার দাফন সম্পন্ন হয়‌ে‌ছে।

সমাজ সেবক এনামুল হক জমাদ্দারের স্ত্রী হা‌জেরা খাতুন দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সাংবাদিক টুটুলের মায়ের মৃত্যুতে জেলার কর্মরত সকল সাংবাদিক গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এজি/এসআইএইচ/বিআই/১১ নভেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version