প্রচ্ছদ / খবর / ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী সূচনা

২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী সূচনা

BagerhatNews26.03.2013মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সূর্য্যদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। এর পর পুষ্প মাল্য অর্পন করা হয় দশানীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে।

প্রথমে জেলা প্রশাসক পরে পুলিশ সুপার, রাজনেতিক দল, মুক্তিযোদ্ধাসহ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধানিবেদন করেন।
পুলিশের একটি চৌকস দল বিউগলের করুন সুরে এসময় সকলকে স্মরণ করিয়ে দেয় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ দের আত্ম ত্যাগের কথা ।

এসময় শহীদদের  আত্নার শান্তি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। পরে বাগেরহাট ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর সমাবেশ ও কুজ কাওয়াজ।

About ইনফো ডেস্ক

Exit mobile version