স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট ৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদ ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামন বাচ্চু, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দীন, যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ মোল্লা দোলন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক লিটন সরদার প্রমুখ।
পরে শহরে একটি শোক র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
এইচ//এসআই/বিআই/১২ আগস্ট, ২০১৭