প্রচ্ছদ / খবর / যৌন হয়রানীর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

যৌন হয়রানীর অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার

বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন হয়রানীর  অভিযোগে এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Rape 01জানাগেছে, উপজেলার ১০৬ নং মধ্যম পুটিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন মল্লিক গত সোমবার বেলা ১১ টার দিকে তার স্কুলের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার জন্য তার বাড়িতে ডেকে নেয় ।

এ সময় বাড়িতে অন্য কেন লোক  নাথাকার সুযোগে তাকে যৌন হয়রানী করে। ওই ছাত্রী বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার জাকিরকে গ্রেফতার করা হয়।

এব্যাপারে নারী ও শিশু নির্যাতন  দমন আইনে ঐ ছাত্রীর মা মনোয়ারা বেগম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামি জাকির হোসেন মল্লিক কে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেছে।

About ইনফো ডেস্ক

Exit mobile version