প্রচ্ছদ / খবর / জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত

জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন এক মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রী-মেয়ে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মুক্তিযোদ্ধা হাসেম সিকদারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী জোহরা বেগম ও মেয়ে খাদিজা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় পুলিশ লুৎফর রহমান নামের এক প্রতিবেশীকে আটক করেছে। তিনি সিংড়াই গ্রামের উকিল উদ্দিনের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন হাসেম সিকদার বলেন, ‘আমার ভায়রা আজিজুর রহমানের সঙ্গে লুৎফর রহমানের জমি নিয়ে পূর্ববিরোধ ছিল। দুপুরে সেই বিরোধপূর্ণ জমির মীমাংসা করতে পুলিশ আসে। তিনি (ভায়রা) বাড়িতে না থাকায় আমি কথা বলতে ভায়রার বাড়িতে যাচ্ছিলাম। পথে লুৎফুর লঠিসোঁটা নিয়ে আমার ওপর হামলা চালায়। আমার স্ত্রী ও মেয়ে বাধা দিতে গেলে তাঁদের মারধর করে লুৎফর।’

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক ইমরান মোহম্মদ বলেন, হাসপাতালে ভর্তি হাসেম সিকদারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাতের চি‎হ্ন রয়েছে।

লাঠির আঘাতে তার স্ত্রী ও মেয়ে সামান্য আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা হাসেম সিকদারের উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে।

এজি//এসআই/বিআই/১৪ ডিসেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version