প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিজয় দিবস উদযাপিত

বাগেরহাটে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দশানী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির শুভসূচনা হয়।

প্রায় দুই যুগের পাকিস্তানি শাসনের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের যে নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে, তার ৪৬ বছর পূর্তি উদযাপন করছে বাঙালি।

দিনটি পালনে সকালে বাগেরহাটের জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠন শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

পরে বাগেরহাট হেলাল উদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এইচ/এসআই/বিআই/১৬ ডিসেম্বর, ২০১৬

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version