প্রচ্ছদ / খবর / ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে পৃথক অভিযানে চারশ’ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার দিনগত রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়া ও ছোট বাহিরদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের মোজাফ্ফর মোল্লার ছেলে আবির হোসেন মোহাব্বত (৩০) ও নবির উদ্দিনের ছেলে সাকিল হাওলাদার (২৫)।

মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি উপ-পরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নওয়াপাড়ার খান ফিলিং স্টেশনের সামনে থেকে একশ পিস ইয়াবাসহ সাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুয়ায়ী অভিযান চালিয়ে আবির হোসেনের বাড়ি থেকে তিনশ ইয়াবা উদ্ধার করা হয়। সে সময় তাকেও গ্রেপ্তার করা হয়।

‘তারা দু’জনই মাদক ব্যবসায়ের সাথে জড়িত। ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এইচ//এসআই/বিআই/২৮ ডিসেম্বর, ২০১৭

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version