প্রচ্ছদ / খবর / পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম হামিম শেখ। হামিম সাতশৈয়া গ্রামের ইমরান হোসেন শেখের ছেলে।

শিশুটির পরিবার ও প্রতিবেশীরা জানান, দেড় বছরের হামিম বাড়ির আঙিনায় খেলছিল। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পর বিকাল ৪টার দিকে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এইচ//এসআই/বিআই/১২ জানুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version