প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বাণিজ্য মেলা শুরু

বাগেরহাটে বাণিজ্য মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে মেলার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির) এফবিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ। তিনি রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকেরও পরিচালক।

বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মাসব্যাপী এই শিল্প-বাণিজ্য মেলার আয়োজন করেছে। এতে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর ৭৮টি স্টল থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা।

জেলা চেম্বারের সভাপতি লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বেনারশী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের পরিচালক এস এম রাসেল কবীর প্রমুখ।

এইচ//এসআই/বিআই/১৫ জানুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version