প্রচ্ছদ / খবর / ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

ওজনে কম দেওয়ার দায়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুহাম্মদ শাহরিয়ার মুক্তার ও সিফাত উদ্দিন অভিযান চালিয়ে ওই জরিমানা করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো- ফকিরহাটের খান ফিলিং স্টেশন ও আরা ফিলিং স্টেশন। তাদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তেলের পাম্প দুটি ওজনে কম তেল দিয়ে আসছিল। ওই অভিযোগে বৃহস্পতিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং আরা ফিলিং স্টেশনকে দি স্টান্ডার্ডস অব ওয়েট এন্ড মেজার্স অধ্যাদেশ ১৯৮২ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযোগে ২০১৭ সালের ২৫ মে’ খান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

এইচ//এসআই/বিআই/১৫ ফেব্রুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version