প্রচ্ছদ / খবর / ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফরিদ মল্লিক (৪২) নামের স্থানীয় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজের কৃষি জমিতে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

নিহত ফরিদ মল্লিক ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মধ্য বাহিরদিয়া গ্রামের আব্দুল মজিদ মল্লিকের ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম ফকির বলেন, ‘নিজের ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিচ্ছিলেন তিনি। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এইচ//এসআই/বিআই/২২ ফেব্রুয়ারি, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version