প্রচ্ছদ / খবর / স্কুলে যেতে বেরিয়ে দুদিন ধরে নিখোঁজ

স্কুলে যেতে বেরিয়ে দুদিন ধরে নিখোঁজ

উপজেলা করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শরণখোলায় বিদ্যালয়ে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন এক শিশু শিক্ষার্থী। দু’দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীর।

শিশুটির নাম রাবেয়া আক্তার (১০)। সে উপজেলার রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

রাবেয়ার বাবা শহিদুল ইসলাম মীর বলেন, সোমবার (৫ মার্চ) সকালে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। এরপর দুপুরে বাড়িতে না ফেরায় আমরা তাকে খুঁজতে শুরু করি। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন শহিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল ইসলাম বলেন, সোমবার সকালে স্কুলে কোচিং শেষে অ্যাসেম্বলির সময়ও রাবেয়াকে দেখা গেছে। দুপুরের পর পরিবারের কাছ থেকে তার নিখোঁজের বিষয়টি জানতে পারি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। শিশুটির সন্ধানে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

এইচ//এসআই/বিআই/০৬ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version