প্রচ্ছদ / খবর / বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা

বাগেরহাটে আনন্দ শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে নিম্নমধ্য আয়ের দেশের স্বীকৃতি অর্জন উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যানার ফেষ্টুন নিয়ে অংশ নেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. অরুণ চন্দ্র মন্ডল প্রমুখ।

এজি//এসআই/বিআই/২২ মার্চ, ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version