প্রচ্ছদ / খবর / ১-০ গোলে চুয়াডাংগার জয়

১-০ গোলে চুয়াডাংগার জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় ১-০ গোলে জয়ী হয়েছে চুয়াডাংগা জেলা ফুটবল দল।

রোববার (২২ এপ্রিল) শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে গোপালগঞ্জ জেলা ফুটবল দলকে পরাজিত করে কোয়াটার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে চুয়াডাংগা।

বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের একঘন্টা পর। বৃষ্টি কমলে ৯০ মিনিটের পরিবর্তে খেলার সময় কমিয়ে আনা হয় ৪০ মিনিটে।

খেলার দ্বিতীয় আর্ধের ১০ মিনিটে (৩০ মিনিটে) চুয়াডাংগার হয়ে জয় সূচক গোলটি করেন ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার টিটো। খেলা পরিচালনা করেন রেফারী পলাশ সেন। সহকারী রেফারী ছিলেন জীবন দাস, এম এম আলম ও শামীম হাসান।

সোমবার টুর্নামেন্টের তৃতীয় দিন রাজশাহী শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্মৃতি সংসদের মুখোমুখি হবে মাগুরা জেলা ফুটবল দল। বিকাল সাড়ে তিনটা শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে অনুুুুষ্ঠিত হবে খেলাটি।

এইচ//এসআই/বিআই/২২ এপ্রিল ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version