প্রচ্ছদ / খবর / রাজশাহীকে হারিয়ে ফাইনালে সাইফ স্পোর্টিং

রাজশাহীকে হারিয়ে ফাইনালে সাইফ স্পোর্টিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল জিতে ফাইনালের উঠেছে ঢাকার সাইফ স্পোর্টিং ক্লাব।

ট্রাইবেকারে ৪-২ গোলে রাজশাহী শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্মৃতি সংসদকে হারায় তারা।

এরআগে খেলার নির্ধারীত ৯০ মিনিটে দুই দলের তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ন খেলায় কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকার অনুষ্টিত হয়। খেলা পরিচালনা করেন ফিফা ব্যাজধারী রেফারী রহমান ঢালী, মনির ঢালী, কামাল আহমেদ ও মামুন খান।

৩ মে, বৃহস্পতিবার টুর্নামেন্টের সাইফ স্পোর্টিং ক্লাব শিরোপার জন্য লড়বে পাবনা পুলিশ জেলা দলের বিরুদ্ধে।

এইচ//এসআই/বিআই/৩০ এপ্রিল ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version