প্রচ্ছদ / খবর / বাগেরহাটে ১৮ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ

বাগেরহাটে ১৮ দলীয় জোটের বিক্ষোভ-সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিবর্ষণের প্রতিবাদে সকালে ১৮ দলের উদ্যোগে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শহরের মুনিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১৮ দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি এম এ সালামের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে ১৮ দলীয় ঐক্যজোট বাগেরহাট জেলার আহবায়ক ও বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম.এ. সালামের সভাপতিত্বে অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু  ১৮ দলীয় ঐক্যজোট বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ শেখ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সহ সভাপতি শেখ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান, সামশের আলী মোহন, জেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক মোজাফফর রহমান আলম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ শওকত হোসেন, জেলা যুবদলের সাধারণ স্পাদক মেহেবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দীন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী রবি, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বাগেরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি সাজাহান মিনা প্রমুখ।

About ইনফো ডেস্ক

Exit mobile version