প্রচ্ছদ / খবর / বাগেরহাট হয়ে পিরোজপুর-কলকাতা সরাসরি বাস চালু

বাগেরহাট হয়ে পিরোজপুর-কলকাতা সরাসরি বাস চালু

নিউজ ডেস্ক, বাগেরহাট ইনফো ডটকম

পিরোজপুর থেকে ভারতের কলকাতায় সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। বাগেরহাট, খুলনা, বেনাপোল হয়ে কলকাতা যাবে গ্রিনলাইন পরিবহনের এই বাস।

শুক্রবার (১ নভেম্বর) সকালে গ্রিনলাইন পরিবহনের এই বাস সার্ভিসের উদ্বোধন হয়।

পিরোজপুর বাস টার্মিনালে এ সার্ভিসের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সার্ভিসে পিরোজপুর ছাড়াও পথে বাগেরহাটসহ আরও তিন জায়গায় কাউন্টার রয়েছে।

স্থানীয় বাস কাউন্টার সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল সাতটায় পিরোজপুর থেকে গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের বাস কলকাতার নিউমার্কেটের উদ্দেশে ছেড়ে যাবে। কলকাতা থেকে সকাল আটটায় পিরোজপুরের উদ্দেশে বাস ছেড়ে আসবে। পথে বাংলাদেশ সীমান্তের বেনাপোল ও ভারতের হরিদাসপুরে ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গ্রিনলাইন পরিবহনের পিরোজপুর কাউন্টারের পরিচালক নজরুল ইসলাম হাওলাদার বলেন, পিরোজপুর থেকে কলকাতা সার্ভিসের ভাড়া ১২০০ টাকা। পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে বাসের কাউন্টার রয়েছে।

পিআ/এসআই/বিআই/১ নভেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version