প্রচ্ছদ / খবর / ব্যবসায়ী ঈমান আলী স্মরণে দোয়া অনুষ্ঠিত

ব্যবসায়ী ঈমান আলী স্মরণে দোয়া অনুষ্ঠিত

শহর প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাট শহরের পুরতন বাজার এলাকার প্রসিদ্ধ মিষ্টি ও হোটেল ব্যবসায়ী প্রয়াত ঈমান আলী হাওলাদার স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বের) বাদ জুমা শহরের পৌরঘাট জামে মসজিদে এলাকা বাসির উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্ষুদ্র ব্যবসায়ী ঈমান আলী ছিলেন এলাকায় সর্বজন প্রিয়। সবার কাছে তাঁর পরিচিত ছিল ঈমান কাকা নামে। সম্প্রতি তাঁর মৃত্যুর পর পুরতন বাজার এলাকার বাসিন্দারা তাঁর স্মরণে এই দোয়া ও মিলাদ মাহাফিল আয়োজনের উদ্যোগ নেন।

স্থানীয় অন্তত ৮ জন তরুণ ও যুবকের সাথে কথা বলে জানা গেছে, তাকে নিয়ে সবারই কমবেশি স্মৃতি রয়েছে। বিশেষ করে বেকার তরুণদের কাছে তিনি ছিলেন সবচেয়ে প্রিয়। তিনি তাঁর দোকানে বাকি নেওয়া পাওনা টাকা চাইতেন না। পুরাতন বাজার এলাকার সবার অকুণ্ঠ ভালবাসা ছিল তাঁর প্রতি।

স্থানীয়দের ভালোবাসা ও শ্রদ্ধার থেকে পুরাতন বাজার এলাকাবাসী নিজেদের অর্থে শুক্রবার পৌরঘাট জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয়র বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

আইএইচ/আইএইচ/বিআই/২৭ ডিসেম্বর, ২০১৯

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version