প্রচ্ছদ / খবর / সরকারি ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

সরকারি ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে।

ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে। অবশ্য এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে।

করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপরে ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে চতুর্থ দফা পর্যন্ত ছুটি বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।

পিএ/আইএইচ/বিআই/১০ এপ্রিল, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version