প্রচ্ছদ / খবর / বাগেরহাটের রামপাল: বজ্রপাতে ১ জনের মৃত্যু

বাগেরহাটের রামপাল: বজ্রপাতে ১ জনের মৃত্যু

উপজেলা প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের রামপালে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে বৃষ্টির সময় রামপাল উপজেলার কামরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সোহাগ গাজী (৩৫)। তিনি কামরাঙ্গা গ্রামের খাদেম গাজীর ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, বাজারে যাবার জন্য ঘর থেকে বের হয়ে ছিলেন সোহাগ। কিন্তু বাড়ির সামনের রাস্তায় এলেই বৃষ্টি শুরু হয়। সেই সময় বৃষ্টির সাথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই/আইএইচ/বিআই/১২ জুলাই, ২০২০

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version