প্রচ্ছদ / খবর / দায়িত্ব নিলেন বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক

দায়িত্ব নিলেন বাগেরহাটের নতুন ডিসি ফয়জুল হক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন এ এন এম ফয়জুল হক।

রোববার (০৩ জানুয়ারি) বিদায়ী ডিসি মো. মামুনুর রশীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।

দায়িত্ব নিয়ে রোববার দুপুরে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শহরের শহীদ মিনার এলাকার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন ডিসি ফয়জুল হক। এ সময় সবার সহযোগীতার চেয়ে তিনি বলেন, বাগেরহাট অপার সম্ভাবনাময় এক জেলা। সবাইকে নিয়ে বাগেরহাটকে এগিয়ে নেওয়াই হবে তার কাজ।

এরআগে সকালে হযরত খানজাহান (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

এ এন এম ফয়জুল হক বাগেরহাটের ২১তম ডিসি। সবশেষ তিনি স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। গেল ১৭ ডিসেম্বর ২০২০ জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে ১১ জেলার নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

ওই প্রজ্ঞাপনে মো. মামুনুর রশীদকে কক্সবাজারের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাগেরহাটে দায়িত্ব হস্তান্তরের পর তিনি যোগদানের উদ্দেশ্যে কক্সবাজার রওনা হয়েছেন।

এসআই/আইএইচ/বিআই/৩ জানুয়ারি, ২০২১

About বাগেরহাট ইনফো নিউজ

Exit mobile version