বাগেরহটে বখাটে কতৃক ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

পুলিশ জানান, বাগেরহাট সদর উপজেলার মূলঘর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির ছাত্রী (৭) কে রবিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সদর উপজেলার বেসরগাতী এলাকার মোতালেব শেখের পুত্র এনাম শেখ (১৮) জোর করে ধরে নিয়ে পাশাবর্তী একটি চিংড়ি ঘেরের বাসায় তাকে ধর্ষণ করে।
এতে সে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে রবিবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বাগেরহাট সদরথানার এস আই এনায়েত হোসেন বেসরগাতী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক এনাম শেখকে আটক করে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
১৩.০৫.১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।