প্রচ্ছদ / খবর / বাগেরহাটে বিরল প্রজাতির হুতুম পেঁচা উদ্ধার

বাগেরহাটে বিরল প্রজাতির হুতুম পেঁচা উদ্ধার

বাগেরহাটে বিরল প্রজাতির হুতুম পেঁচা উদ্ধার করেছে কোষ্ট গার্ডের পশ্চিম জোনের সদস্যরা।

ঘুর্ণিঝড় মহাসেনের ভয়ে সুন্দরবনের বিরল প্রজাতির হুতুম পেঁচাটি ১৭ মে দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের ‘বিদ্যার বাওন’  বিল্ডিং-এ আশ্রয় নেয়।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্য মোঃ হাবিবুর রহমান পিও পেঁচাটিকে উদ্ধার করে এবং বিভাগীয় প্রাণী বিশেষজ্ঞের নিকট হস্তান্তর করেন।

কোষ্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার লেঃ কমান্ডার বিএম এম শফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

১৮.০৫.২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version