প্রচ্ছদ / খবর / বাগেরহাটে শুরু হল ডিজিটাল উদ্ভাবনী মেলা

বাগেরহাটে শুরু হল ডিজিটাল উদ্ভাবনী মেলা

বাগেরহাটে শুরু হল তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৩।

BagerhatNews04.06.13মঙ্গলবার সকালে শুরু হয়েছে মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

এ উপলক্ষে সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মু. শুকুর আলী ফিতা কেটে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. হাবিবুল হক খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সিভিল সার্জন ডা. মো. বাকের হোসেন, ডিডিএলজি সরদার শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাঁন মো. রেজাউন নবী, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন, হায়দার আলী বাবু প্রমুখ।

মেলায় রয়েছে বিভিন্ন সরকারী দপ্তর, এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৩টি স্টল।

তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়াই সরকারি সেবা পৌঁছে দেয়া ও জনগণের জীবন মান বৃদ্ধি লক্ষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানান হয়েছে।

০৪-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version