প্রচ্ছদ / খবর / প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে শরণখোলায় সাংবাদিকদের মানববন্ধন

প্রেস ক্লাবে হামলার প্রতিবাদে শরণখোলায় সাংবাদিকদের মানববন্ধন

বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবে ছাত্রলীগের পরিচয়ে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিকরা মানববন্ধন করেছে।

BagerhatNews14.06.13(1)শুক্রবার সকালে শরণখোলা ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেধে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করেন।

এ সময় প্রেস ক্লাবের সভাপতি বাবুল দাস ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সাংবাদিক নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, উপজেলার বিভিন্ন দুর্নীতি ও টেন্ডারবাজির সংবাদ প্রকাশ করায় সন্ত্রাসীরা বিভিন্ন সময় সাংবাদিকদের হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়। কোনো হুমকি ধামকি ও রক্তচক্ষুর কাছে সাংবাদিকরা মাথানত করবে না।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুস ছত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকন ও সিপিবি নেতা কমরেড হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

১৪-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version