বাগেরহাটের ফকিরহাটে ককটেল ও রিভলবারসহ মোদাচ্ছের আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে খুলনা মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার পিলজং টাউন নওয়াপাড়া এলাকার শিব মন্দিরের পেছন থেকে দু’টি ককটেল, একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ফকিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাগেরহাট ইনফোকে জানান, মোদাচ্ছের একাধিক মামলায় দীর্ঘদিন পালাতক ছিল। ফের এলাকায় ফিরে এসে নাশকতামুলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ফকিরহাট থানা পুলিশ তাকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক উপজেলার পিলজং টাউন নওয়াপাড়া এলাকায় শিব মন্দিরের পেছন থেকে লুকিয়ে রাখা ককটেল, বিদেশী রিভালবার ও গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে ১৯(ক) ও বিষ্ফোরক দ্রব্য ৪ধারা মোতাবেক ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
২২–০৬–২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।