প্রচ্ছদ / খবর / বাগেরহাটে সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

বাগেরহাটে সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

মফস্বল পর্যায়ে সাংবাদিকতার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাটে তিন দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

BagerhatNews23.06.13বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউট এর আয়োজনে রবিবার সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে প্রশিক্ষনের উদ্ধোধন করেন জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু।

প্রেস ক্লাবের সভাপতি এ্যডঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আ স ম আবদুল হক, অতিরিক্ত জেলাপ্রশাসক হাবিবুল হক খান, এ্যাডঃ শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলী আকবর টুটুল প্রমুখ।

প্রশিক্ষণে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষণ চলাকালে পেশাগত মান উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের ধারণা দেওয়া হবে।

 ২৩০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About ইনফো ডেস্ক

Exit mobile version