প্রচ্ছদ / খবর / ভিন্ন দাবিতে বাগেরহাটে ৩টি মানবন্ধন

ভিন্ন দাবিতে বাগেরহাটে ৩টি মানবন্ধন

বাগেরহাটে মেডিকেল ডিপ্লোমা  ইন্টার্নী এ্যাসোসিয়েশনের মানববন্ধন

BagerhatPhoto-1(23.09.13)৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাগেরহাটে মানববন্ধন করেছে ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশন।
সোমবার সকালে সাড়ে ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল প্রাঙ্গনে ম্যাটর্স এর শিক্ষার্থীরা এ মানবন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন থেকে ইন্টার্নীশীপে ভাতা ও অবাসন সুবিধা প্রদান, চাকুরীর ক্ষেত্রে ২য় শ্রেনীর পদমর্যাদা, চলমান পদোন্নতি প্রদান এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদানের দাবি জানান হয়।
এসময় বক্তৃতা করেন, বাগেরহাট ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সুমন কুমার দে, বিপুল বাইন, জয়নাল বেপারী, উজ্জল হাচান, রাজীবুল ইসলাম, সাহীনুল সরদার, ফাতেমাতুজ জোহরা, পপি দাস প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা ডিপ্লোমা মেডিকেল ইন্টার্নী এ্যাসোসিয়েশনের দাবীগুলো মানা না হলে পরবর্তীতে অনশনসহ কঠোর কর্মসূচী পালনের ঘোষনা দেয়।

নারীদের নিয়ে উষ্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

নারীদের নিয়ে হেফাজতে উষ্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বাগেরহাট মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাব সামনে এ মানববন্ধন পালন করা হয়।
“নারীর অগ্রযাত্রা সময়ের দাবী, এটাই হবে উন্নয়নের চাবী” এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশনেয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মহিলা ও শিশুসহ নারীবাদী সংগঠনের নেতৃবৃন্দ। পরে একই স্থানে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে “শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধন পালিত হয়।
এসময় অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী।

বাগেরহাটের নিয়োগ বঞ্চিত রেজি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের
বিক্ষোব ও মানববন্ধন

রেজি: প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ড তালিকায় উত্তির্ন হলেও নিয়োগ বঞ্চিত বাগেরহাটে শতাধিক শিক্ষক-শিক্ষিকা বাগেরহাট শহরের বিক্ষোভ মিছিল, জেলা প্রথামিক শিক্ষা অফিস ঘেরাও এবং মানববন্ধন কর্মসূচী পালন করে।
সোমবার দুপুর ১২টায় জেলা প্রথামিক শিক্ষা অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন।
এসময় আন্দোলন কারীরা আগামী ৪ অক্টোবরের মধ্যে তাদের দাবীগুলো সরকার মেনে না নিলে কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থানসহ আমরণ অনশন কর্মসূচী পালন করার ঘোষনা দেন।
এ সময়ে চাকুরী বঞ্চিত শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন, মো. ওয়ালিউল্লাহ, বিপুল কুমার দাম, আলিবা চ্যার্টাজি, প্রদিপ ডাকুয়া ও রুমা আক্তার। মানববন্ধন শেষে বক্তৃতায় বক্তারা বলেন, দীর্ঘদিন রেজি: প্রাথমিক বিদ্যালয়ে চাকুরী করার পর চুড়ান্ড তালিকায় উত্তীর্ন হওয়ার পরও তাদের নিয়োগ দেওয়া হচ্ছেনা।

 ২৫ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।

এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version