প্রচ্ছদ / খবর / শমসের বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

শমসের বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

BagerhatPhoto1(22.11.13)বাগেরহাটের চিতলমারীতে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সমশের বাহিনীর  হাত থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ঘোলা গ্রামে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন। এসময় কয়েক শ’ নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
মানব বন্ধনে অংশ নিতে আসা ঘোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার কাজী জানান, শমসের ও তার বাহিনীর অত্যাচারে আশপাশের কয়েক গ্রামের মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তারা এলাকায় চাঁদাবাজি, লুটপাট ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় অনেকে আহত হয়ে খুলনা, টুঙ্গিপাড়াসহ বিভিন্ন হাসপাতালে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এদের হামলা ও মিথ্যা মামলার ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস পায় না। এদের কাছে এলাকার লোকজন জিম্মি হয়ে পড়েছে। কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এলাকাবাসী সংঘবদ্ধভাবে কর্মসীচি পালনে নেমেছে।
এছাড়া মানব বন্ধনে অংশ নিতে আসা রাজিয়া বেগম নামে এক গৃহবধূ জানান,  তিনি এদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দেওয়ায় তার পরিবারের উপর হামলা হয়েছে। শমসের ফকিরের নের্তৃত্বে অলি ফকির, আলামিন ফকিরসহ ওই বাহিনীর লোকজন মিলে তাদের বাড়ি-ঘর ভাংচুর করেছে। এই বাহিনীর ভয়ে গত ৬ মাস ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
শমসের ও তার বাহিনীর লোকজনের বিরুদ্ধে হামলা, নির্যাতন,চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে বলেও গ্রামবাসী জানান।
এই বাহিনীর অত্যাচার-নির্যাতনে এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ বিরাজ করছে। প্রশাসনের সহায়তায় দ্রুত সমশের ও তার বাহিনীর লোকজনকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন তারা।
২২ নভেম্বর ২০১৩ :: আরিফ সাওন,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

 

About ইনফো ডেস্ক

Exit mobile version