প্রচ্ছদ / খবর / জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাপ কারাগারে

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলাপ কারাগারে

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক খাদেম নিয়ামুল নাসির আলাপের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ সোলায়মান এ নির্দেশ দেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক হাদিউজ্জামান হিরু বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিক করেছেন।
আলাপের ছোট ভাই এ্যাডভোকেট নিয়ামুল নাসির আলাল বাগেরহাট ইনফোকে জানান, বর্তমান সরকারের প্রথম দিকে একটি অস্ত্র মামলায় আলাপ আটক হয়। এরপর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি। হাইকোর্টের জামিন আদেশে মুক্তির পর নিম্ন আদালতে নিয়মিত হাজিরা না দেওয়াকে আজ তার জামিন বাতিলের কারণ বলে জানিয়েছেন আদালত।
আদালত বলেন, কিন্তু দীর্ঘ এক বছর সে হাজিরা দেয় নি। এরপর রবিবার ওই মামলায় নিম্ম আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (পৌনে বিকাল ৩টা) আলাপের মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছিল।
২৪ নভেম্বর ২০১৩ :: আরিফ সাওন,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

 

About ইনফো ডেস্ক

Exit mobile version