বাগেরহাটে জেলা প্রশাসকের কার্যালয় এবং শহরের মিঠাপুকুর পাড় এলাকায় অন্তত চারটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে শহরের নতুন কোর্ট এলাকায় তিনটি এবং মিঠাপুকুর পাড় এলাকায় একটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছে। এর আগে শহরের নতুন কোর্ট এলাকায় রাত পৌঁনে ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কে টায়ারে আগুন দেন দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে আগুন নিভীয়ে ফেলে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ইনফোকে জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে ওই এলাকায় ককটেলের বিষ্ফোরণ ঘটিয়েছে। শহরে আতংঙ্ক সৃষ্টির জন্য নাসকতা সৃষ্টিকারীরা এ বিষ্ফোরণ ঘটাতে পারে।
দুর্বৃত্তদের ধরতে পুলিশ এরই মধ্যে অভিজান শুরু করেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাগেরহাট ইনফো ডটকম।।