প্রচ্ছদ / খবর / বাগেরহাট / কচুয়া / কচুয়ায় মন্দিরে আগুনের চেষ্টা

কচুয়ায় মন্দিরে আগুনের চেষ্টা

বাগেরহাটের কচুয়ায় একটি পারিবারিক দূর্গা মন্দিরে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতের কোন এক সময়ে কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডলের বাড়িতে এঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এতে বড় ধরনের কোনা ক্ষয়-ক্ষতি হয় নি।

স্থানীয় সূত্র জানানয়, জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডলের পারিবারিক মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা রাতে অন্ধকারে আগুন দেওয়র চেষ্টা করে। আগুনে দূর্গা মন্দিরের দূর্গা প্রতিমার শরীরের কিছু অংশ ঝলসানো ও তিনটি প্রতিমার চুল পোড়ে যায় এবং একটি দূর্গা প্রতিমার এক হাত ভাঙ্গে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে কচুয়া থানার অফিসার ইন চার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, জোবাই গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডলের পারিবারিক দূর্গা মন্দিরের অজ্ঞাত দুর্বৃত্তরা সোমবার রাতের কোন এক সময়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।

আগুনে দূর্গা, লক্ষ্মী ও অসুরের প্রতিমার চুলের কিছু অংশ পুড়ে গেছে এবং দূর্গা প্রতিমার একটি হাত ভাঙ্গা দেখতে পাওয়া গেছে। মন্দিরের ভেতরে পত্রিকার পুড়ে যাওয়া কাগজ পাওয়া গেছে।

এর আগে গত ৯ জানুয়ারী রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর কচুবুনিয়া সার্বজনিন শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এবং একই ইউনিয়নের কামলা জিলবুনিয়া সার্বজনিন কালি মন্দিরে আগুন দেয়ার চেষ্টা করে।

২১ জানুয়ারি ২০১৪ :: অলীপ ঘটক,  
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version