প্রচ্ছদ / খবর / নসিমন-করিমন প্রত্যাহারের নির্দেশ

নসিমন-করিমন প্রত্যাহারের নির্দেশ

Hicortবাগেরহাটসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়ক থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমন-করিমন ও ভটভটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো.হাবিবুল গণির বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

একই সাথে পুলিশের উপ-মহাপরিদর্শক (মহাসড়ক), ১০ জেলার পুলিশ সুপারকে এক সপ্তাহের মধ্যে এই আদেশ বাস্তবায়ন এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের আদালতে প্রতিবেদন দিতে হলেছে হাইকোর্ট।

আদালত এসময় আদেশের পাশাপাশি রুল জারি করেছেন।

রুলে মহাসড়কে যান চলাচলের অনুমতির ক্ষেত্রে মোটর ভেহিকল অর্ডিন্যান্স এর বিধান অনুসরণ করা এবং এসব মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, আইজিপি, ডিআইজিসহ দশ জেলার পুলিশ সুপারদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদশ জেলা হচ্ছে- বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া,  নড়াইল ও চুয়াডাঙ্গা।

প্রসংঙ্গত, এর আগে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও বিভিন্ন সময়ে মহাসড়কে এসব বাহন না চালাতে হুঁশিয়ার করেছেন। মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটও করেছে বাস মালিক-শ্রমিকরা। তবে প্রায় প্রতিদিনই অন্য যানের সঙ্গে সংঘর্ষে বা নসিমন-করিমন উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটছে।

১০ ফেব্রুয়ারি ২০১৪ :: নিউজরুম এডিটর,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version