মায়ের হাতে

..........

আদর করে গল্প বলে
কখনও বা বকুনিতে।
কোলে তুলে দুষ্টু বলে
মিষ্টি কথার ফাঁক গলিয়ে,
মা তুমি খাইয়ে দিতে….

তাই বুঝি আজ মন ভরেনা
দুধ কলা ভাত স্বাদ লাগেনা।

এখন যে মা নেই কেউ আর
আদর করে গল্প বলার,
শাসন কিবা ধমকাবার।

স্বত্ব ও দায় লেখকের…

About Inzamamul Haque

Exit mobile version