প্রচ্ছদ / খবর / রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

Kobi-Rudro-muhammad-shahidullahশনিবার (২১ জুন) অকাল প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ‘র ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।

১৯৯১ সালের আজকের এই দিনে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা ভাষায় অসামান্য এ কবি।

দিনটি স্মরণে শনিবার তার গ্রামের বাড়ি বাগেরহাটের মংলা উপজেলার মিঠেখালিতে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া শনিবার বিকালে মিঠেখালিতে রুদ্র স্মৃতি সংসদ কার্যালয়ে কবির স্মরণে আলোচনা ও রুদ্র সংগীত অনুষ্ঠিত হবে।

কবি রুদ্রে ভাই সুমেল সারাফাত বাগেরহাট ইনফো ডটকমকে এসব অনুষ্ঠানের বিষয় নিশ্চিত করেছেন।

তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ তার কাব্যযাত্রায় যুগপৎ ধারণ করেছেন দ্রোহ ও প্রেম, স্বপ্ন ও সংগ্রামের শিল্পভাষ্যে। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ।

‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’ এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি ততোধিক স্পর্ধায় তিনি উচ্চারণ করেছেন ‘ভুল মানুষের কাছে নতজানু নই’।

মাত্র ৩৪ বছরের স্বল্পায়ু জীবনে কবির সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

১৯৫৬ সালের ১৬ অক্টোবর কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেন।

২১ জুন ২০১৪ :: নিউজ (শিল্প-সাহিত্য) ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক

Exit mobile version